| লেখক | : সৈয়দ মুজতবা আলী |
| ক্যাটাগরী | : রচনাবলী |
| প্রকাশনী | : মিত্র এন্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
| ভাষা | : বাংলা |
| পৃষ্ঠা | : ৪১২৯ পাতা |
| মুল্য | : ০.০০৳ |
| রেটিং |
:
(০)
|
| কোন ডাউনলোড রেকর্ড নেই | |
এই বইয়ের পাতায় পাতায় যে রস ও ভূয়োদর্শন এর আখড়া খুলে নিয়ে বসেছেন আলীসাহেব, তা যে না পড়েছে, তাকে বলে বোঝানো যাবে না। আর যে পড়েছে, তাকে বোঝানোর দরকার হবে না। আর যে পড়ছে কিন্তু উপভোগ করতে পারেনি, তার কপাল পোড়া, বোঝাতে যাওয়াটাই ঝকমারি। সৈয়দসাহেবের কলম যেন এক খাপখোলা তলোয়ার। জ্ঞান অজ্ঞান, বিজ্ঞান, আরবী, ফারসি, উর্দু, জর্মন, ফরাসী মিলিয়ে দিয়েছেন, বাংলা মদও ঢেলেছেন, আর্ট, ড্যান্স, সাহিত্য, বইপত্র সবই তার সেই খেয়ালী রসে জারিত করে নিজের খুশিমতো কলম চালিয়ে গেছেন। অথচ বিন্দুমাত্র রসভঙ্গ হয়নি। এযে কত বড় Feat, এর বিচার করা এ অধমের কাজ নয়, দু:সাহসও করিনা, খালি তার খেয়ালরসের মদে চুর হয়ে আপনারা যারা এরসে বঞ্চিত, তাদের দেখে হাসি, হে হে হে....
বিশ্বমানব হতে, আরো অনেক কৌতূহল এর জিনিস জানতে, আর সর্বোপরি হো হো করে হাসতে এই মানুষটির লেখা আপনার পড়তেই হবে।