| লেখক | : পূর্ণেন্দু পত্রী |
| ক্যাটাগরী | : ছড়া ও কবিতা |
| প্রকাশনী | : দে’জ পাবলিশিং (ভারত) |
| ভাষা | : বাংলা |
| পৃষ্ঠা | : ২৯ পাতা |
| মুল্য | : ০.০০৳ |
| রেটিং |
:
(০)
|
| কোন ডাউনলোড রেকর্ড নেই | |
অলৌকিক এইভাবে ঘটে।
হঠাৎ একদিন ফাঁক হয়ে যায় সাদাসিধে ঝিনুক,
ভিতর থেকে ঠিকরে বেরোয় সাদা জ্যোৎস্না।
সেদিন মুক্তোর মতো গড়িয়ে এলে আমার হাতে।
অমনি বদলে গেল দৃশ্য।
আমার ডান দিকে ছিল মেঘলা দিন
হয়ে গেল ডালিম-ফাটানো রোদ।
আর বাঁদিকে ছিল ইটের পাঁজা
হয়ে গেল লাল টালির ডাকবাংলো।
অলৌকিক এইভাবে ঘটে।